ভাষা শহীদদের স্মরণে “অমর একুশে চেতনা ও শিক্ষা মেলা”

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০; সময়: ১১:১২ পূর্বাহ্ণ |
ভাষা শহীদদের স্মরণে “অমর একুশে চেতনা ও শিক্ষা মেলা”

এম এ আলিম রিপন, সুজানগর : মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সুজানগর উপজেলার সাতবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে শুরু হয়েছে দুইদিন ব্যাপী “অমর একুশে চেতনা ও শিক্ষা মেলা। শুক্রবার সকালে এ মেলার উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

আহমেদ তফিজ উদ্দিন স্মৃতি গ্রন্থাগার ও ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতবাড়ীয়ার আয়োজনে এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের সভাপতিত্বে শুরু হওয়া এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ এ্যাডভোকেট শামসুল হক টুকু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। আলোচক হিসাবে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধরী, সুজানগর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল ওহাব, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক, অগ্রণী ব্যাংক লিমিটেড এর ডিজিএম ফজলুল হক, বিশিষ্ট সমাজ সেবক মনিরুল ইসলাম তরুণ, বেড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অনিল কুমার সাহা, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, আহমেদ তফিজ উদ্দিন স্মৃতি গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পাভেল, ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতবাড়ীয়ার সভাপতি বাকের হোসেন, সাধারণ সম্পাদক নিবির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম প্রমুখ।

এর পূর্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, আহমেদ তফিজ উদ্দিন স্মৃতি গ্রন্থাগারের সভাপতি আহমেদ ফররুখ কবির বাবু। সঞ্চালনা করেন, আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধরী, মাসুন্দিয়া ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেন, ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী, জাতসাকিনি ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, বিশিষ্ট কবি ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক দুলাল হোসেন,সমাজ সেবক আইনুল হক, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএআলিম রিপন সহ পাবনা-২ আসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে