সিংড়ায় কলার গাছের শহীদ মিনারে শ্রদ্ধা জানালো শিক্ষার্থীরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০; সময়: ১০:০০ অপরাহ্ণ |
সিংড়ায় কলার গাছের শহীদ মিনারে শ্রদ্ধা জানালো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : স্কুল ভবন সহ পাঠদানের প্রায় সকল ব্যবস্থা আছে। কিন্তু ভাষা শহীদদের ম্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার নেই। তাই কলার গাছের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানালো চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বিঞ্চুপুর-ইটালী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার ২১ শে ফেব্রুয়ারী মহান ভাষা দিবসে ওই স্কুলের প্রায় ৩০০ শিক্ষার্থী কলার গাছের শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এসময় স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ২০০৮ সালে পাঠদানের অনুমতি মেলে। ২০১৫ সালে এমপিও লাভ করে। বর্তমানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় তিনশত শিক্ষার্থী রয়েছে। কিন্তু এখানে কোনো শহীদ মিনার নাই। এর আগে আবেদন করেছিলাম, এখনো পাইনি।

ইলিয়াস হোসেন ও খুশি খাতুন নামের দুজন শিক্ষার্থী জানায়, ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের খুব ইচ্ছে ছিলো তাদের। তাই আমরা কলার গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে তাতে শ্রদ্ধা নিবেদন করি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুল আজিজ বলেন, এ স্কুলে শহীদ মিনার খুবই প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন দ্রুত শহীদ মিনার স্থাপন করার জন্য।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু সাংবাদিকদের বলেন, বিষয়টি জানা ছিলো না। আবেদন করলে আমরা শহীদ মিনার করে দিবো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে