চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণ ও হত্যার সন্দেহভাজন বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০; সময়: ১১:৫৩ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণ ও হত্যার সন্দেহভাজন বন্দুকযুদ্ধে নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জর সদর উপজেলার হরিসপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন সাত বছরের শিশু ধর্ষণ ও হত্যার সন্দেহভাজন তরিকুল ইসলাম ওরফে সাদ্দাম। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তরিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গার গড়াইপাড়ার নোমান আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা পলাশ জানান, তরিকুল ইসলাম সদর উপজেলার বকচর সীমান্ত দিয়ে ভারতে পালানো চেষ্টা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তরিকুলকে নিয়ে পুলিশ তার সহযোগিদের ধরতে হরিসপুরের একটি আম বাগানে যায়। সেখানে পৌছামাত্রই তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় তরিকুল। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

একদিন নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার সকালে চাঁপাইবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা থেকে পুলিশ মুসলেমা খাতুন রিমা নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করে। তরিকুল ইসলামই রিমাকে ধর্ষণের পর হত্যা করে বলে দাবি করেছে পুলিশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে