বদলগাছীতে ভূমি অফিসের দালালকে ১৫ দিনের সাজা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২০; সময়: ৬:৩৩ অপরাহ্ণ |
বদলগাছীতে ভূমি অফিসের দালালকে ১৫ দিনের সাজা

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের শহিদুল ইসলাম নামে এক দালালকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে বদলগাছী সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাহারুল ইসলাম।

ভূমি অফিস সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম দীর্ঘদিন থেকে অফিসের বিভিন্ন তথ্য কৌশলে ফটোকপি ও জাল তৈরি করে দিয়ে মানুষকে হয়রানি করে আসছিল। সে বলে তার মেয়ে এসিল্যান্ড আর জামাই ইউএনও। এসব মিথ্যা কথা বলে মানুষকে জমির নকল দলিল করে দেওয়া, ভূয়া খতিয়ান তৈরিসহ বিভিন্ন উপায়ে সাধারণ মানুষ এবং অফিসের কর্মকর্তা কর্মচারীদের হয়রানি করে আসছিল।

তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও কোন তোয়াক্কা না করে সে একাজ নির্দি¦ধায় করত। অবশেষে রবিবার দুপুর ২ টায় সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাহারুল ইসলাম সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় শহিদুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করে।

সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাহারুল ইসলাম বলেন, তিনি দির্ঘ্যদিন থেকে এলাকার বিভিন্ন মানুষদের কাছ থেকে ভূমি অফিসের কাজ করে দেওয়ার নাম করে টাকা নিয়ে ভুয়া কাগজ তৈরি করে মানুষ জনদের প্রদান করতো। সে ভূমি অফিসের কেউ নন। সে একজন প্রকৃত দালাল। আর ভূমি অফিসে দালালদের কোন জায়গা নেই। শহিদুল ইসলামকে সাজা দেওয়া হয়েছে এবং দালালদের জন্য সাজা দেওয়ার এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে