রড ওজনে কম দেবার অপরাধে নাচোলের চৌধুরী ট্রেডার্সকে জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০; সময়: ৭:২৯ অপরাহ্ণ |
রড ওজনে কম দেবার অপরাধে নাচোলের চৌধুরী ট্রেডার্সকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মেসার্স চৌধুরী ট্রের্ডাসকে ৫ হাজার টাকার অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাচোল পেট্রোল পাম্প এর দক্ষিণে মেসার্স চৌধুরী ট্রেডার্স এর মালিক হুমায়ুন কবির চৌধুরীকে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রম্যমান আদালত এ অর্থদন্ড প্রদান করেন। সেই সাথে শিঘ্রই ডিজিটাল স্কেল মিটার স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়।

এসময় আইনশৃংখলা বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী নাচোলে “এনালগ মেশিনে ডিজিটাল প্রতারণা” শীর্ষক একটি সংবাদ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এ ঘটনায় মেসার্স চৌধুরী ট্রেডার্স এর মালিক হুমায়ুন কবির চৌধুরী সংবাদের জের ধরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে থানায় মানহানির মামলা করতে যান বলে একটি সুত্রে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জহিরুল ইসলাম মেসার্স চৌধুরী ট্রেডার্সএ উপস্থিত হয়ে অভিযানকালে ওই দোকানে ৬৪.৯শ’ গ্রাম রডে ওজন করে ৪শ’ গ্রাম রড ওজনে কম হওয়ায় অপরাধে মেসার্স চৌধুরী ট্রেডার্সকে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে