ধামইরহাটে অপারেটরদের নিয়ে বিএমডিএর মতবিনিময়

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০; সময়: ৬:৫১ অপরাহ্ণ |
ধামইরহাটে অপারেটরদের নিয়ে বিএমডিএর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র আয়োজনে নভীর নলকূপ ও এলএলপি’র সেচ সুবিধাভোগী কৃষকসহ ৪শত অপারেটরদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় কৃষকদের বিভিন্ন দাবী-দাওয়া ও নিরবিচ্ছিন্ন বিদ্যুত সুবিধার দাবী নিয়ে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সোবহান সাফি, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, ইমরুল কায়েশ বাদল ও সালেহ উদ্দিন আহমেদ প্রমুখ। মত বিনিময় অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে