মান্দায় দুর্যোগ সহনীয় বাসগৃহ পাচ্ছেন ২০ হতদরিদ্র পরিবার

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০; সময়: ৫:৪৫ অপরাহ্ণ |
মান্দায় দুর্যোগ সহনীয় বাসগৃহ পাচ্ছেন ২০ হতদরিদ্র পরিবার

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ২০ হতদরিদ্র পরিবার পাচ্ছেন দুর্যোগ সহনীয় বাসগৃহ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এসব বসতবাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে বাড়িগুলো নির্মাণ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

গতকাল মঙ্গলবার উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামের গৃহবধূ শাহনাজ বিবির বসতবাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপসহকারি প্রকৌশলী গোলাম সরোয়ার, স্থানীয় গণমাধ্যম কর্মিসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘আমার দপ্তরের তত্ত্বাবধানে ও প্রকল্প বাস্তবায়ন কমিটি মাধ্যমে বসতবাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। প্রত্যেক বাসগৃহে থাকছে দুটি শয়নঘর, একটি রান্নাঘর ও একটি টয়লেট। এতে ব্যয় হচ্ছে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা।’

এ প্রসঙ্গে গৃহবধূ শাহনাজ বিবি জানান, ‘আমার স্বামী মহির উদ্দিন একজন শ্রমিক। তার আয়ে কোনো মতে সংসার চলে। সামান্য জমি থাকলেও সেখানে পরিবশে সম্মত বসতঘর নির্মাণ করার সাধ্য ছিল না। এ কারণে বুনের বেড়ায় তৈরি খুপড়িঘরে কোনভাবে জীবন-যাপন করছি। এ অবস্থায় সরকার একটি পাকাবাড়ি নির্মাণ করে দিচ্ছেন। এজন্য আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে