ধামইরহাটে স্কুল ব্যাগ ও কোরআন শরীফ বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০; সময়: ৫:০৩ অপরাহ্ণ |
ধামইরহাটে স্কুল ব্যাগ ও কোরআন শরীফ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে দরিদ্র পরিবারের শিশুদের হাতে নতুন স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আস্থার হাত’র উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২ টায় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪টি বিদ্যালয়ের ৩০ জন শিশুদের হাতে স্কুল ব্যাগ ও আশসাহারা তালিমুল ই কোরআন ইসলামিয়া একাডেমীর ১১ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ তুলে দেন।

এসময় ৩০০ শিক্ষার্থীদের মাঝে কলমসহ বিভিন্ন শিক্ষাউপকরণ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি নুরুন্নবী ফারুকী ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার বানু আশা, ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্ষিয়ান আ’লীগ নেতা আবু হানিফ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রধান শিক্ষক হাফেজ মো. শহীদুল ইসলাম প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে