চাঁপাইনবাবগঞ্জে ২টি স্পটে টিসিবির ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০; সময়: ৫:১৫ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ২টি স্পটে টিসিবির ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে আবারো টিসিবি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে পেঁয়াজের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সিদ্ধান্ত অনুযায়ী টিসিবির প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায় মাস খানিক থেকে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে। ট্রাকে করে টিসিবি এ পেঁয়াজ বিক্রি করছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ কোট চত্বর ও শান্তি মোড়, প্রতিদিন ২টি স্পটে ২টি ট্রাকে করে টিসিবি পেঁয়াজ বিক্রি করছে। দেশের বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ায় সারা দেশে ১৭ সেপ্টেম্বর থেকে খোলাবাজারে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করে।

একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ কিনতে পারছেন। বর্তমানে টিসিবির প্রচুর পরিমানে পেয়াজ মজুদ আছে এবং প্রতিদিন পেয়াজ বিক্রি হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে