সুজানগর কাঁচারীপাড়া ক্লাবের উদ্যোগে প্রিমিয়ার লীগ ক্রিকেট শুরু

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০; সময়: ৮:০১ অপরাহ্ণ |
সুজানগর কাঁচারীপাড়া ক্লাবের উদ্যোগে প্রিমিয়ার লীগ ক্রিকেট শুরু

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর পৌরসভার ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০। শনিবার (২৫ জানুয়ারী) স্থানীয় কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে এ লীগ শুরু হয়েছে।

প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি সাইদুর রহমান,সহ-সভাপতি সাইফুল্লাহ ফুল,কামরুল হাসান রানা,কাঁচারীপাড়া ক্লাবের সহ-সভাপতি ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন,কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পোষ্ট মাষ্টার আফজাল হোসেন, ক্লাবের যুগ্ন সম্পাদক আনিছুর রহমান আনিছ, আব্দুল্লাহ আল মামুন, ব্রজেন কুমার পাল, কাঁচারীপাড়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান জন, জায়দুল হক জনি, প্রচার সম্পাদক শাহীন হাসান, সহ-প্রচার সম্পাদক রাকিবুল হাসান জাদু, দপ্তর সম্পাদক ফিরোজ রানা, সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আলম, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, সহ অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন মিন্টু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সজীব, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিব হাসান সবুজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাকির হোসেন হিমেল, সহ ক্রীড়া সম্পাদক শ্রী চন্দন কুমার দাস , ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল হাসান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন কুমার দাস, সমাজ কল্যাণ সম্পাদক রাশেদুল হাসান আশিক, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন হিরা, বড় ও অন্তু সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কাঁচারীপাড়া রয়েলস্্, কাঁচারীপাড়া রেঞ্জারস্্, কাঁচারীপাড়া প্লাটুন, কাঁচারীপাড়া টাইগারস্্ এই ৪ টি দল টুর্নামেন্টে অংশগ্রহন করেছে।

এর মধ্যে কাঁচারীপাড়া রয়েলস্্ে খেলোয়ার হিসাবে রয়েছে জন,অভি,অন্তু,পাভেল নাহিদ, সজীব (ছোট), সাগর (ছোট), শরীফ, বড়, সাবিদ, সেলিম, আসাদুল্লাহ,রিদমি। কাঁচারীপাড়া রেঞ্জারস্্ে রয়েছে হীরা, পটু, চৈতন্য, বাঁধন, আশিক(কাঁচারী), রোপন, সাকলাইন, সৌরভ(কাঁচারী), হিমেল, শাহীন, কাউসার, রাশেদ , সবুর। কাঁচারীপাড়া প্লাটুনে রয়েছে সজীব, কানন,চন্দন,রুবেল, ফয়সাল, শান্ত, আশিক (উপ), রিদয়,,সজিব,আলম, হরিদাস, সৌরভ এবং কাঁচারীপাড়া টাইগারস্ েরয়েছে সাইফুল্লাহ ফুল, ফিরোজ, সাইফুল, মিন্টু, শিমুল, বাদশা,রোকন, সৌরভ (মাঠ), রিমন, অপু, ফারুক, নাবিল ও সিরাজ। শনিবার উদ্বোধনী দিনের খেলায় সকালে কাঁচারীপাড়া টাইগারস্ কে কাঁচারীপাড়া রয়েলস্ এবং এদিন বিকালে কাঁচারীপাড়া প্লাটুন কে কাঁচারীপাড়া রেঞ্জারস্্ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে