ধামইরহাটে মাদকমুক্ত সমাজ ও কর্মমূখী জীবনে যুব সমাজের আলোচনা

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০; সময়: ৪:৫৬ অপরাহ্ণ |
ধামইরহাটে মাদকমুক্ত সমাজ ও কর্মমূখী জীবনে যুব সমাজের আলোচনা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে মাদকমুক্ত সমাজ ও কর্মমূখী জীবন গঠনে যুব সমাজের সা ংগঠনিক দক্ষতা বিষয়ক আলোচা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টায় কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সামাজকি সংগঠন চিরি পাড়ের যুব সমাজ’র উদ্যোগে জাহানপুর ও ইসবপুর ইউনিয়নে যুবকদের সামাজিক সংগঠন যুব ক্লাব ও যুব সংঘের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

অনুষ্ঠানে ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদার, ইউপি চেয়ারম্যান ওসমান আলী, ইমরুল কায়েশ বাদল, প্রধান শিক্ষক মতিবুল ইসলাম, চিরি পাড়ের যুব সমাজ সংগঠনের সভাপতি মো. আবাবিল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ মাদক মুক্ত সমাজ গড়রে উপস্থিত যুব সমাজের নেতৃবৃন্দকে আহবান জানান। এ সময় যুবকদের সংগঠন বিভিন্ন ক্লাব ও সংঘের নেতৃবৃন্দ ১৪৫ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে