বেলকুচিতে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও রোজ নামচা বই বিতরন

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০; সময়: ৬:১০ অপরাহ্ণ |
বেলকুচিতে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও রোজ নামচা বই বিতরন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারে রোজ নামচা বইটি বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দৌলতপুর ডিগ্রী কলেজে ২৪ তম বর্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয়া হয়। সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে ৮টি বিষয়ে ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।

পরে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বিজয়ী ৭৫ জন ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বই দুটি সহ নগদ অর্থ তুলে দেন। এসময় কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল মিরু, ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি আলতাফ হোসেন, কলেজের সাবেক সভাপতি শামচুল আলম মাষ্টার, পরিচালনা পর্ষদ সদস্য হাজী পিয়ার হোসেন, আব্দুল হামিদ মোল্লা, শাহীন রেজা, সহকারী অধ্যাপক দুলাল চৌধুরী, চৌহালী জাপা সভাপতি রফিকুল ইসলাম খান, প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে অনুষ্ঠান শেষে জেলা পরিষদের ৭৫ লাখ টাকা অর্থায়নে কলেজের দ্বিতল ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে