সুজানগরে গ্রামীন খেলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০; সময়: ৬:৫১ অপরাহ্ণ |
সুজানগরে গ্রামীন খেলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলায় এ্যাথলেটিক্স ও গ্রামীন খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) পাবনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ এ্যাথলেটিক্স ও গ্রামীন খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে সুজানগর পৌর মেয়র ও মথুরাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে এবং অত্র প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন , সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক প্রমীলা রাণী পোদ্দার, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক অর্চনা রাণী, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার শরীর চর্চা শিক্ষক আব্দুল জলিল, গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক লুৎফর নাহার ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ।উল্লেখ্য মথুরাপুর উচ্চ বিদ্যালয়, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয় সহ উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার ৬৬টি ইভেন্টে অংশগ্রহন করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে