বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের নিহত ৩

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০; সময়: ১০:৩৩ পূর্বাহ্ণ |
বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের নিহত ৩

পদ্মাটাইমস ডেস্ক : যশোর শহরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে শিশুসহ আরও দুজন।

শুক্রবার দিনগত রাত ১টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), শহরের রবীন্দ্রনাথ সড়ক (আরএন) সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন ইয়াশা (৩০), একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)।

নিহত ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা এমবিবিএস কোর্স সম্পন্ন করে যশোর আদ্-দ্বীন হাসপাতালে কর্মরত ছিলেন।

আহতরা হলেন- নিহত তিথীর ছেলে মনিরুল (৪) ও তাদের আত্মীয় হৃদয় (৩০)। নিহতদের মধ্যে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা ও তানজিলা ইয়াসমিন ইয়াশা আপন বোন ও তিথী তাদের ভাবি।

জানা যায়, রাত ১টার দিকে শহরে যাওয়ার পথে বিমান মোড়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আরোহীদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনের মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে