লালপুরে নিজ ট্রলি চাপায় চালক নিহত
প্রকাশিত: ১৭-১১-২০১৯, সময়: ২৩:৫৯ |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে নিজের পাওয়ার ট্রলির নিচে চাপা পাড়ে সম্রাট (৩২) নামের এক চালক নিহত হয়েছে। সম্রাট উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আহসান আলীর ছেলে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বাঘা-ঈশ্বরদী সড়কের লক্ষিপুর তিলকপুর কালর্ভাটে এই দুর্ঘটনা ঘটে।
লালপুর থানা সূত্রে জানাগেছে, দুপুরে পাওয়ার ট্রলিতে খড় বোঝাই করে কুষ্টিয়া যাওয়ার পথে বাঘা-ঈশ্বরদী সড়কের লক্ষিপুর কালভার্ট অতিক্রম করার সময় পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালক সম্রাট পাওয়ার ট্রলির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাক উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
লালপুর থানার ওসি তদন্ত মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।