সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪; সময়: ১১:২৭ পূর্বাহ্ণ |
সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরের ঠুটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত কৃষক দুলাল মল্লিক (৫৫) মৃত হাকিম মল্লিকের ছেলে।

এ ঘটনায় বাড়িঘর ভাংচুর, লুটপাট হয়েছে। ঘটনার পর হতে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন জানান, ওই গ্রামের তোফাজ্জল মল্লিকের সাথে গাজিউর রহমান ব্যাপারীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। আদালতে এ সংক্রান্ত একটি মামলাও রয়েছে।

কিছুদিন আগে এ বিষয়ে উভয়পক্ষকে নিয়ে একটি শালিশ বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এদিন দুপুরে গ্রাম প্রধান, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমিনের উপস্থিতিতে পরিমাপ করে য়ার যার অংশ বুঝিয়ে দেয়ার কাজ চলছিল।

এর মধ্যে উভয়পক্ষের কথা কাটাকাটি নিয়ে বিরোধ শুরু হয়। গ্রাম্য প্রধানগণ চলে যাওয়ার পর বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, ফালা, হলঙ্গা নিয়ে হামলা সংঘর্ষ শুরু করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট শুরু করে। এর এক পর্যায়ে প্রতিপক্ষের ফালার আঘাতে দুলাল মল্লিক গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে