সিংড়ায় ছেলেধরা সন্দেহে একজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ
প্রকাশিত: ২২-০৭-২০১৯, সময়: ১৬:৩০ |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ায় ছেলেধরা সন্দেহে আলী আহমদ নামে এক যুবককে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার সন্ধ্যা ৭টার দিকে সিংড়া শহরের মহেশচন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটক যুবক পরশুরামপুর থানার বেরাবাড়িয়া গ্রামের মৃত: নছের আলীর ছেলে।
স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল আওয়াল রিংকু জানান, রোববার সন্ধ্যায় মহেশচন্দ্রপুর এলাকায় অপ্রকৃতস্থ যুবককে ঘুরতে দেখা যায়। এসময় স্থানীয় বাজারে দুই শিশুকে ওই যুবক তার ব্যাগ থেকে চকলেট বা বিস্কুট দিতে চাইলে এলাকাবাসীর ছেলেধরা সন্দেহ হয়। এসময় এলাকাবাসী তাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আটককৃত যুবক ছেলেধরা কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে গুজবকে কেন্দ্র করে আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।