লালপুরে রেলের চোরাই তেলসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন থেকে রেলওয়ে ইঞ্জিনের দুই হাজার একশ লিটার চোরাই তেল (ডিজেল)সহ চার জনকে আটক করেছে র্যাব। সোমবার চোরাই তেল বিক্রয়ের পঁয়ষট্টি হাজার আটশত টাকা ও তেল পরিবহনের কাজে নিয়োজিত দুইটি নসিমন ভ্যান জব্দ করা হয়।
র্যাব-৫ এর নাটোর সিপিসি-২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ মে) ভোরে আব্দুলপুর রেলওয়ে জংশনে অভিযান দল অভিযান চালিয়ে দশ ড্রাম ও চার জারিকেন ভর্তি ২হাজার ১০০ লিটার রেলের চোরাই তেল আটক করা হয়।
এসময় তেল চুরির সাথে জড়িত লালপুর উপজেলার গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম রাজিব (৩২), পোকন্দপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে লালন (৩২), গোসাইপুর এলাকার শাহাদত হোসেনের ছেলে আক্কাস আলী (৪৮) ও মৃত পলানের ছেলে মাখনকে (৩০) হাতেনাতে আটক করে তাদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড ও ২টি মেমোরী কার্ড জব্দ করা হয়। এসময় চোরাই তেল বিক্রয়ের ৬৫ হাজার আটশত টাকা ও তেল পরিবহনের কাজে নিয়োজিত দুইটি নসিমন ভ্যান জব্দ করা হয়।