মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুজানগরে পতাকা উত্তোলন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২০; সময়: ১১:৫৬ অপরাহ্ণ |
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুজানগরে পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, পাবনা সুজানগর : সুজানগরে এবার ভিন্ন আবহে পালিত হয়েছে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সুজানগরে স্বাধীনতা দিবসের সব কর্মসূচি আগেই বাতিল করে উপজেলা প্রশাসন। এ কারণে প্রতি বছরের মতো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ অন্যান্য কর্মসূচি পালন করতে পারেনি বাংলাদেশ আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোও।

এদিকে, ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ছোট পরিসরে পত্তাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয়। সুজানগর উপজেলা পরিষদ চত্বরে এদিন সকালে জাতীয় পত্তাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পতাকা উত্তোলন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় জাতীয় সংগীত বাজানো হয়। সুজানগর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) উম্মে তাব্বাসুম, পাবনা সিনিয়র সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হাই প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে