মান্দায় বিশ্ব যক্ষ্মা দিবস পালন

প্রকাশিত: মার্চ ২৪, ২০২১; সময়: ৮:০৭ অপরাহ্ণ |
মান্দায় বিশ্ব যক্ষ্মা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : ‘মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিলয় কুমার প্রামানিক, ডা. শাহরিয়ার হাসান তামীম, ডা. আবরার ফাইয়াজ লাবিব, টিএলসিএ মুল্লিকা ঠাকুর, নার্স ইনচার্জ আশিক ইকবাল, স্বাস্থ্য পরিদর্শক মজিবুর রহমান প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, যক্ষ্মা রোগে আক্রান্ত দেশে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছেন। এ রোগ শনাক্তকরণের লক্ষে খুব শিঘ্রই এ স্বাস্থ্য কমপ্লেক্সে জিনএক্সপার্ট ও ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হবে। অত্যাধুনিক এসব মেশিনের সাহায্যে সুক্ষ¥ভাবে যক্ষ্মা রোগ নির্ণয় করা যাবে। মেশিন দুটি চালু হলে এ রোগ নির্ণয়ের জন্য রোগিদের আর রাজশাহীতে যেতে হবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে