নওগাঁয় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১; সময়: ১১:৪৭ পূর্বাহ্ণ |
নওগাঁয় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব, দূর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্য নিয়ে ফেষ্টুন উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক দূর্নীতিপ্রতিরোধ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ সকালে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ।

সভায় জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা: হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খানসহ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠার পরিবেশিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে