পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২; সময়: ৭:০৩ অপরাহ্ণ |
পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পাত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজএর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। প্রধান অতিথি বলেন বর্তমানে লাইন্সেবিহীন মটর সাইকেল-এ সড়ক দূর্ঘটনা বেশি হচ্ছে পত্নীতলায় সড়ক নিরাপদের ব্যবস্থা করা হবে।

কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ থানার অফিসার ইনর্চাজ সেলিম রেজা, জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্না ঝরনা, সমাজে সেবা কর্মকর্তা সুলতান আহম্মেদ, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, নিরাপদ সড়কের উপজেলা শাখার প্রধান শাহরিয়ার হাসান পল্লব, এছাড়া আরো বিভিন্ন অফিস কর্মকর্তা রাজনৈতিক ব্যাক্তিবর্গ ব্যবসায়ি ও সুধীজনরা।

এসময় সমাজ সেবা অফিসের মাধ্যেমে জটিল রুগীদের মধ্যে ২০জনের প্রত্যেক কে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সকালে হিন্দু বৌদ্ধা খ্রিষ্টান ঐক্য পরিষদ পত্নীতলা শাখার আয়োজনে রমেন চন্দ্র বর্মন এর সভাপতিত্বে ৭ দফা দাবিতে গণঅনশন ও মানবন্ধন করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে