জয়পুরহাটে জামাতের আমীরসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১; সময়: ৮:২৯ অপরাহ্ণ |
জয়পুরহাটে জামাতের আমীরসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই পৌর শহরের আব্দুস সামাদ তালুকদার মার্কেটে গোপন বৈঠক থেকে জেলা জামায়েত ইসলামীর আমীর, সেক্রেটারী, উপজেলা জামায়েতের আমীর ও সাবেক উপজেলা জামায়েতের আমীর মিলে গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় কালাই পৌরশহরের আব্দুস সামাদ তালুদার মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলা নিয়ে যখন দেশ অস্থির, ঠিক সেই সময়ে গ্রেফতারকৃত জামায়েতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নতুন করে নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিলেন বলে জানান ওসি।

পুলিশ জানান, কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান ও সাবেক আমীর নূরুজ্জামান সরকার মিলে সোমবার সন্ধ্যায় কালাই পৌর শহরের আব্দুস সামাদ তালুকদার মার্কেটে জেলা জামায়াতের আমীর মাওলানা ফজলুর রহমান সাঈদ এবং জেলা জামায়েতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়াসহ উপজেলা পর্যায়ের বেশ কয়েক নেতা বৈঠক করছিলেন। গোপন সংবাদ পেয়ে কালাই থানা পুলিশ ওই মার্কেটে গিয়ে বৈঠক থেকে জয়পুরহাট জেলা জামায়াতের আমীর, সেক্রেটারী, কালাই উপজেলা জামায়েতের আমীর এবং সাবেক আমীরকে গ্রেফতার করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সোমবার সন্ধ্যায় কালাই পৌরশহরের আব্দুস সামাদ তালুকদার মার্কেট থেকে জেলা জামায়েতের আমীর, সেক্রেটারী, কালাই উপজেলা জামায়েতের আমীর এবং সাবেক আমীরকে নতুন করে নাশকতা সৃষ্টির গোপন বৈঠক থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে