শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২০; সময়: ৬:২৪ অপরাহ্ণ |
শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পঞ্চমবারের মতো সাতজন মেধাবী অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বৃত্তি প্রদান কমিটির সভাপতি ও দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শফিকুর রহমানের বাসভবন চত্ব¡রে মরহুম কলিম উদ্দীন আহম্মদের পরিবারের সদস্যগণ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করেন।

এ সময় স্থানীয় ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি উত্তীর্ণ অস্বচ্ছল পরিবারের সাতজন মেধাবী ছাত্রছাত্রীকে এককালীন ৮ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোশাররফ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মুহা. নজরুল ইসলাম, দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. শফিকুল আলম, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উদ্দিন, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির উদ্দিন, প্রধান শিক্ষক সেলিমা খাতুনসহ বৃত্তি প্রদান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে