রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: জুলাই ৬, ২০২১; সময়: ১১:৩২ পূর্বাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সীমিত পরিসরে সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন,পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

সাড়ে ১০টায় কৃষি প্রকল্প চত্বরে বৃক্ষরোপণ ​ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে। পরে ভার্চুয়াল অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (রুটিন দায়িত্বে) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। প্রধান আলোচক ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক সনত্কুমার সাহা।

এসময় ড. আনন্দ কুমার সাহা বলেন, করোনার থাবায় অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে পালন করতে হচ্ছে এই দিনটিকে। নেই জমকালো পরিবেশ, নেই শিক্ষার্থীদের বিচরণ। তবুও স্মরণীয় করে রাখতে সীমিত পরিসরে দিনটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা উত্তরাঞ্চলের প্রথম উচ্চ বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। সময়ের পরিক্রমায় আজ ৬৮ বছর পেরিয়ে ৬৯ বছরে পা রাখল দেশের প্রাচীনতম বিদ্যাপিঠটি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাস হয়। ওই বছর অধ্যাপক ইতরাত হোসেন জুবেরীকে উপাচার্য নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা হয়। শুরুতে দর্শন, ইতিহাস, বাংলা, ইংরেজি, অর্থনীতি, গণিত ও আইন বিষয়ে স্নাতকোত্তর কোর্স দিয়ে যাত্রা হলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ এবং শিক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ২৩১ জন।

এছাড়া রয়েছে ছয়টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট, ১৩টি একাডেমিক ভবন, ১৭টি আবাসিক হল, যার মধ্যে ১১টি ছাত্র ও ছয়টি ছাত্রী হল এবং গবেষক ও বিদেশী শিক্ষার্থীদের জন্য একটি ডরমিটরি। বিশ্ববিদ্যালয়টির বর্তমান শিক্ষকের সংখ্যা প্রায় ১ হাজার ২০৫ জন।

  • 225
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে