রাজশাহীতে ইসলামী ব্যাংকের শাখা লকডাউন

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ১০:৫৮ অপরাহ্ণ |
রাজশাহীতে ইসলামী ব্যাংকের শাখা লকডাউন

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক রাজশাহী শাখায় (আলুপট্টি, দৈনিক বার্তা কমপ্লেক্স) কর্মরত ১১জনের করোনা ধরা পড়েছে। এর পর শাখাটি লকডাউন ঘোষণা করে সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর আক্রান্ত সকলকেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ব্যাংকটির একটি সূত্র জানায়, ১১ জনের করোনা শনাক্তের পর জনস্বার্থে ব্যাংকটি লকডাউন করা হয়েছে। পরবর্তিতে সকল পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে শাখাটি আবারো খোলা হবে।

এদিকে শুক্রবার ব্যাকটির মোট ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যেখানে ১১ জনের করোনা ধরা পড়ে। এদের মধ্যে ১০জন আলুপট্টি শাখায় ও ১জন কেশবপুর শাখায় কর্মরত। ব্যাংকটির আলুপট্টি শাখায় মোট ৮০ জনকর্মরত আছেন। পর্যায়ক্রমে প্রত্যেকের নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ।

রাজশাহী জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০৮ জনে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ৮০৮ জন। এছাড়া জেলার বাঘা উপজেলায় ২০, চারঘাটে ৩০, পুঠিয়ায় ১৪, দুর্গাপুরে ১৫, বাগমারায় ৩১, মোহনপুরে ৪৬, তানোরে ৪৩, পবায় ৭৬ এবং গোদাগাড়ীতে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়।

সিভিল সার্জন দপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত রাজশাহী নগরে ছয়জন এবং বাঘা, চারঘাট, মোহনপুর ও পবায় একজন করে ১০ জন মারা যান। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন নগরীতে ৫৫ জন, বাঘায় চারজন, চারঘাটে ১৩ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় ১৬ জন, মোহনপুরে ৩২ জন, তানোরে ১৩ জন, পবায় ৭ জান ও গোদাগাড়ীতে একজন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে