পুঠিয়ায় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় ফসলের ক্ষয়ক্ষতি

প্রকাশিত: মার্চ ৪, ২০২০; সময়: ৭:১০ অপরাহ্ণ |
খবর > কৃষি
পুঠিয়ায় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় ফসলের ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : ফাগুনের শেষদিকে হঠাৎ করে হওয়া শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় রাজশাহী অঞ্চলের অনেক ফসলি জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ দিকে এই শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় আমের মুকুলের পাশাপাশি পেঁয়াজ, রসুন, বেগুন, গমসহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানাযায়।

তবে রাজশাহী শহরের দিকে শিলাবৃষ্টি হলেও পুঠিয়া উপজেলার কোন জায়গায় ঝড়ের সাথে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়নি।

জানা যায়, বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ার আঘাতে রাজশাহীর পুঠিয়া উপজেলায় আমের মুকুল, পেঁয়াজ, রসুন,বেগুন, গমসহ বিভিন্ন মাঠ ফসলের ক্ষতি হয়েছে। গাছ থেকে আমের মুকুল ঝরে পড়েছে।

পুঠিয়ার বেলপুকুর আগলা এলাকার কৃষক মোঃ মিলন জানান, “এবার আমার ১৫ কাঠা জমিতে পেঁয়াজ এবং ১০ কাঠা জমিতে বেগুন আছে। কিন্তু আজকের এই ঝড়ে আমার সব পেঁয়াজ ও বেগুন গাছ পড়ে গেছে। আর গাছ খাড়া না হলে এতে লোকসান গুণতে হতে পারে।

উপজেলার রঘুরামপুর এলাকার আম ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, আম গাছে মুকুল যে পরিমাণ এসেছে তাতে আর বৃষ্টি না হলে আবহাওয়া ভাল হলে এই ক্ষতি অনেকটা পুষিয়ে নেয়া সম্ভব হবে।

এব্যাপারে পুঠিয়া উপজেলা কৃষি অফিসার শামসুন্নাহার ভূইয়া বলেন, যে পরিমান ঝড় ও বৃষ্টি হয়েছে এতে ফসলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে এই সময় এমন আবহাওয়া হয়। যেমন গতবার প্রচুর পরিমানে শিলাবৃষ্টি হয়েছিল কিন্তু আল্লাহর রহমতে এবার সেটা হয়নি। এবং আমের মুকুলেরও কোন ক্ষয়ক্ষতি হবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে